Monday, January 13, 2025
বাড়িরাজ্যঅঙ্গনওয়াড়ি সেন্টারে তালা দিলেন মহিলারা

অঙ্গনওয়াড়ি সেন্টারে তালা দিলেন মহিলারা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ ডিসেম্বর : অঙ্গনওয়াড়ি সেন্টারে দিদিমণি নেই, তালা দিলেন মহিলারা। ঘটনা মোহনভোগ ব্লকের বড়ঢেপা অঙ্গনওয়াড়ি সেন্টারে। জানা যায়, সাত মাস ধরে অঙ্গনওয়াড়ি সেন্টারে দিদিমণি নেই, আর সেই অঙ্গনওয়াড়ি সেন্টারে  শিশুদের পড়াশোনা লাটে উঠেছে। তাই বাধ্য হয়ে, অভিভাবকরা মঙ্গলবার সকালে অঙ্গনওয়াড়ি সেন্টারে তালা ঝুলিয়ে দেয়। তাদের অভিযোগ অঙ্গনওয়াড়ি সেন্টার পরিচালনা করছেন হেল্পার।

দীর্ঘ সাত মাস আগে অঙ্গনওয়াড়ি সেন্টারে সুনীতি দাসের চাকরি মেয়াদ শেষ হয়ে যায়। কিন্তু এ সাত মাসের মধ্যে সংশ্লিষ্ট দপ্তর এই অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য কোন অঙ্গনওয়আড়ই কর্মী নিয়োগ করতে পারল না। অভিভাবকদের বক্তব্য, প্রাক প্রাথমিক শিক্ষার প্রাথমিক স্তর হল অঙ্গনওয়াড়ি সেন্টার। সেখান থেকে শিশুদের ভবিষ্যৎ। এখান থেকে মানসিক বিকাশ এবং শারীরিক বিকাশ ঘটে। কিন্তু এই অঙ্গনওয়াড়ি সেন্টারের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে দাঁড়িয়েছে। হেল্পার দিয়ে সেন্টারটি পরিচালনা করতে হচ্ছে। আর এর জন্য  দায়ী হলো সংশ্লিষ্ট দপ্তর এবং স্থানীয় গ্ৰাম পঞ্চায়েত। একটা অঙ্গনওয়াড়ি সেন্টারে কি করে সাত মাস ধরে শিক্ষিকা ছাড়া চলছে। তাহলে শিশুদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? তাই স্থানীয় এলাকাবাসীদের দাবি সরকার যেন খুব শীঘ্রই এই অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য শিক্ষিকা নিয়োগ করার ব্যবস্থা করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য