স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ ডিসেম্বর : নেশা সামগ্রী সহ আটক আরিয়ান হোসেন নামের এক বাংলাদেশের যুবক। তার বাড়ি বাংলাদেশের কুমিল্লায়। তাকে আটক করা হয় সোনামুড়া থানাধীন কুলুবাড়ি এলাকা থেকে। পুলিশ জানায়, অভিযুক্ত যুবক নেশা জাতীয় ট্যাবলেট ক্রয় করার জন্য বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিল।
পুলিশ তাকে গোপন খবরের ভিত্তিতে আটক করেছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে নয় শতাধিক নেশা জাতীয় ট্যাবলেট। তার বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা নেওয়া হয়েছে। পাশাপাশি সে বিনা পাসপোর্টে ভারতে প্রবেশ করায় পাসপোর্ট আইন অনুযায়ী মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সোনামুড়া থানার পুলিশ।