স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ ডিসেম্বর : আর পরিবর্তন হলো না রাজ্যের প্রধান রেফারেল জিবি হাসপাতালের নগ্ন চিত্র! একসময় সুনামের সাথে পরিষেবা দিয়ে প্রধান রেফারেল হাসপাতালের তাকমা লাগিয়েছিল জিবি হাসপাতাল। কিন্তু বর্তমানে স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকের কারণে প্রতিদিন বদনামের শিকার হচ্ছে হাসপাতাল। হাসপাতালে একটি গুরুত্বপূর্ণ বিভাগ হলো ডায়ালিসিস ওয়ার্ড। এই ওয়ার্ডে নিত্যদিনের সমস্যা যেন রোগীদের আরো বেশি অসুস্থ করে তুলছে। দূর দূরান্ত থেকে প্রতিদিন বহুরোগী হাসপাতালে এসে সকাল থেকে লাইনে দাঁড়ায়।
কখনো মিলছে না ইনজেকশন, আবার কখনো মিলছে না হেপারিন। এর মধ্যে দিয়ে আবার অভিযোগ ওয়ার্ডে জল সংকট। দু’ঘণ্টা, তিন ঘণ্টা যাবত রোগীদের বসে থাকতে হচ্ছে ওয়ার্ডের বাইরে। দীর্ঘ এক মাসের অধিক সময় ধরে এই সমস্যাগুলিতে জর্জরিত ডায়ালিসিস বিভাগ। এ বিষয়ে রোগীরা ওয়ার্ডের স্বাস্থ্যকর্মীদের জিজ্ঞাসা করলে তারা রোগীদের জানিয়ে দেন সমস্যা কবে নাগাদ সমাধান হবে সে বিষয়ে তারা অবগত নয়। এভাবে ঘন্টার পর ঘন্টা হাসপাতালে এসে বসে থেকে বহুরোগী আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে। এ বিষয়ে হাসপাতালের আধিকারিক থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর পর্যন্ত অবহিত থাকলেও সমস্যা নিরসনের কোন ব্যবস্থা নিচ্ছে না। শুধুমাত্র সাংবাদিকদের ডেকে ফটো সেশন করে হাসপাতালের উন্নয়নের জয় গান গেয়ে যায়। কিন্তু হাসপাতালের বাস্তব চিত্র বলছে অন্য কথা। পরিষেবার নগ্নতা তারাই প্রত্যক্ষ করে যারা হাসপাতালে গিয়ে প্রতিদিন নিরুপায় হয়ে ফিরছে।