স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ ডিসেম্বর : আইন আছে, কিন্তু আইন রক্ষা হয় না। পাম্প লাগিয়ে পাশের বাড়ির জল টেনে নেয় অনেকে। এ বিষয়ে দ্রুত সমাধানের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী দপ্তরকে এর নির্দেশ দিয়েছেন বলে মঙ্গলবার উষা বাজার স্থিত গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের উদ্বোধন করে বলেন মুখ্যমন্ত্রী ডাক্তারের মানিক সাহা। তিনি বলেন, কিভাবে আয়রন মুক্ত পানীয় জল মানুষকে সরবরাহ করা যায় সেদিকেও গুরুত্ব দেওয়ার জন্য দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি আগামী দিনে জলের উৎস বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে সোমবার এক বৈঠকে আলোচনা হয়েছে। তিনি বলেন আজকের আয়োজিত অনুষ্ঠানে এসে তিনি ল্যাবে সমস্ত ব্যবস্থাপনা ঘুরে দেখেছেন। কর্মীদের কাছ থেকে অবগত হয়েছেন কিভাবে তারা ভূগর্ভস্থ থেকে জল টেনে আয়রন মুক্ত এবং ফাংগস মুক্ত করার জন্য উদ্যোগ নিয়েছে। এদিন পূর্বে সরকারকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন তারা শুধু মুখে বলে জল নেই, খাবার নেই বলে। কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে এখন মৌলিক অধিকার গুলি এখন মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। ৭৮ কোটি টাকা ব্যয় করে উষা বাজারে এই প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আগামী দিনে সারা রাজ্যে এ ধরনের প্রকল্প করে মানুষকে পরিশ্রুত পানীয় জল দেওয়া হবে। এদিন মুখ্যমন্ত্রী ল্যাব পরিদর্শনের সময় সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস, আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা।