স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ ডিসেম্বর : সাত সকালে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য তেলিয়ামুড়া রাজনগর এলাকায়। তেলিয়ামুড়া থানার পুলিশ জানায়, তেলিয়ামুড়া থানার পুলিশের কাছে খবর আসে রাজনগর এলাকার রেখা দাসের ঝুলন্ত মৃতদেহ পাওয়া গেছে বসত ঘরে।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন রেখা দাস। কিন্তু বিশেষ করে তিনি দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। এখন প্রশ্ন হচ্ছে শয্যাশায়ী অবস্থায় এই মহিলা কিভাবে ফাঁসি দিয়ে ঝুলতে পারে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন পরিজনদের মধ্যে শোকের আবহাওয়া তৈরি হয়েছে, পাশাপাশি এভাবে একজন শয্যাশায়ী মহিলার ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার ঘিরে গুঞ্জন সৃষ্টি হয়েছে। অনেকে গোটা ঘটনাকে সন্দেহের দৃষ্টিতে দেখছেন। যদিও তেলিয়ামুড়া থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত করছে, এখন দেখার বিষয় গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ময়না তদন্তে কি রহস্য বেরিয়ে আসে।