স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ ডিসেম্বর : বাতিল করা হল ধলাই নদীর উপর নির্মীয়মান পাকা সেতুর একটা অংশের কাজ। ধলাই নদীর উপর নির্মিয়মান পাকা সেতুর একটা অংশের কাজ দীর্ঘদিন ধরে চলছিল কমলপুর এড়ারপার এলাকায়। কুমারঘাট থেকে কমলপুর হয়ে খোয়াই – ভায়া – আগরতলা ২০৮ নং জাতীয় সড়কের এড়ারপার সংলগ্ন এলাকায় নির্মীয়মান এই সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কিছদিন আগে প্রাক্তন বিধায়ক অঞ্জন দাস এই সেতু পরিদর্শন করেছিলেন এবং সংবাদ মাধ্যমে সেতু নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগের খবর প্রকাশিত হয়েছিল। ধলাই জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার বলেন, তিনি সেতুর এই দৃশ্য দেখে জেলা শাসকের গোচরে নেন। জেলা শাসকের নির্দেশে এ ডি এম এবং ইঞ্জিনিয়ার গিয়ে সেতুটি পরিদর্শন করেন। তখন বিষয়টি প্রশাসনিক আধিকারিকরা দেখবেন বলে আশ্বাস দেন। তিন চার দিন আগে আবার প্রধানের কাছ থেকে অনাদি বাবু ছবি পেয়ে আবার জেলা শাসকের গোচরে নেন। জেলা শাসক ইডিকে জানান এবং ইডি এসে সেতুর এই অংশটা ড্যামেজ বলে ঘোষণা করেন। তারপরে প্রশাসন নড়েচড়ে বসে। বন্ধ করে দেওয়া হয় সেতু নির্মাণের কাজ।