স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ ডিসেম্বর :বাগবাড়ী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে ত্রিপুরা কেমিস্ট্রি এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের উদ্যোগে এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডঃ দিলীপ দাস, কৃষ্ণদাস সহ অন্যান্যরা।
বছরব্যাপী বিভিন্ন প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য শিবির করেছে ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন। এরই অঙ্গ হিসেবে এদিনের শিবিরের আয়োজন। শিবিরে চক্ষু বিভাগ, মেডিসিন, ক্যান্সার বিশেষজ্ঞ সহ অন্যান্য ডক্টররা পরিষেবা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের বিনামূল্যে বিভিন্ন ঔষধ প্রদান করা হয়।