স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ ডিসেম্বর : সারা দেশের সঙ্গে রাজ্যেও ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়। ত্রিপুরা মানবাধিকার কমিশনের উদ্যোগে দিনটি উদযাপন করা হয়। বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযথ মর্যাদার সাথে দিনটি পালন করা হয়। রবিবার মানবাধিকার কমিশনের উদ্যোগে শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা হয়।
এদিন রাজধানীর কুঞ্জনবন কমিশনের অফিস চত্বরে হয় এই অঙ্কন প্রতিযোগিতা। নির্দিষ্ট করে দেওয়া বিষয়ের উপরে হয় বসে আঁকো প্রতিযোগিতা। তারপরে স্লোগান প্রতিযোগিতাও হয়। শিশু থেকে শুরু করে যে কোন মানুষের মানবাধিকার রক্ষার জন্য সদা জাগ্রত ত্রিপুরা মানবাধিকার কমিশন। একথা জানান ত্রিপুরা মানবাধিকার কমিশনের কর্মকর্তারা।