স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ ডিসেম্বর : রবিবার অরুন্ধতীনগর স্কুল মাঠে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস যুব উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়। সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার। এদিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করা দিব্যাঙ্গন ছাত্র-ছাত্রীদের আর্থিক সহযোগিতা করা হয়। অনুষ্ঠানে মেয়র বক্তব্য রেখে বলেন, দিব্যাঙ্গনদের আত্মসামাজিক বিকাশ ঘটাতে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বদ্ধপরিকর। এবং তাদের সম্মান প্রদান করার মূল উদ্দেশ্য হলো তারা যাতে আগামী দিনে প্রতিষ্ঠিত হতে পারে। তারা সাধারণ মানুষের মধ্যে সর্বক্ষেত্রে পারদর্শী। এবং তাদের মধ্যেও বিশেষ করে মেধা রয়েছে। পড়াশোনার পাশাপাশি নাচ, গান, খেলাধুলা বিভিন্ন ক্ষেত্রেও তারা নজর কাড়ছে বলে জানান মেয়র দীপক মজুমদার। এদিন মেয়র দিব্যাঙ্গন ছাত্র-ছাত্রীদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন।