স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ ডিসেম্বর : বিশালগড় বাইপাসে আবারও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে শনিবার রাতে। জানা যায়, মুড়ি বুঝাই গাড়ি চালক বাইপাস রাস্তা দিয়ে আসার সময় একটি বাইক চালকের সাথে তার গাড়ির ধাক্কা লাগে। যদিও বাইক চালকের তেমন কিছু হয়নি।
তারপর বাইক চালক ঘটনাস্থল থেকে চলে যায়। তখন স্থানীয় কিছু যুবক জাকির হোসেন নামে গাড়ি চালককে আটক করে ছিনতাই -এর ঘটনা সংঘটিত করে দুর্বৃত্তরা। গাড়ি চালকের অভিযোগ এ দিন রাস্তার পাশে দাঁড় করিয়ে ধারালো ছুরি ধরে স্থানীয় কিছু যুবক তার কাছ থেকে সমস্ত নগদ অর্থ নিয়ে অপহরণ করার চেষ্টা করে। সে সময় অপর একটি গাড়ি আসায় তারা পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। একটি মামলায় হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করে। ছিনতাই হওয়া টাকার পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা বলে জানা যায়। তবে বিশালগড় বাইপাস লকডাউন বাজার এলাকার নিরাপত্তা নিয়ে স্থানীয়দের কাছ থেকে বিগত দিনে বহুবার অভিযোগ উঠেছে। কিন্তু বিশালগড় থানার পুলিশের নিরাপত্তা নিয়ে কোনো উদ্যোগ নেই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।