স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ ডিসেম্বর : রবিবার ধলেশ্বর কামিনী কুমার স্কুলে বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন ২.০-র অঙ্গ হিসাবে আগরতলা পুর নিগমের উদ্যোগে বিকাশ শিবিরের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জলন করে এই বিকাশ শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবি রাজিব ভট্টাচার্য সহ অন্যান্যরা।
এইদিনের শিবিরে বিভিন্ন দপ্তর তাদের স্টল খুলে বসে। এই সকল স্টল থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা সুবিধাভোগীদের প্রদান করা হয়। শিবিরের উদ্বোধনি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে নিগমের মেয়র দীপক মজুমদার বলেন কেন্দ্রীয় সরকারের বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং রাজ্য সরকারের প্রতি ঘরে সুশাসন অভিযান ২.০-র অঙ্গ হিসাবে এইদিন বিকাশ শিবিরের আয়োজন করা হয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু হয়েছে দেশের প্রধানমন্ত্রীর হাত ধরে। অপরদিকে প্রতি ঘরে সুশাসন অভিযান ২.০ শুরু হয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।