স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ ডিসেম্বর : ৩ ডিসেম্বর শহীদ ক্ষুদিরাম বসুর ১৩৫ তম জন্মদিন। শহীদ ক্ষুদিরাম বসু স্মিতি রক্ষা কমিটি পক্ষ থেকে দিনটি বিশেষ মর্যাদার সাথে উদযাপন করা হয়। আগরতলা রাজবাড়ির সামনে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে পুষ্পাঘ্য অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান শহীদ ক্ষুদিরাম বসুর স্মৃতি রক্ষা কমিটির সদস্যরা।
তারা জানান, এই স্বাধীনতার সংগ্রামীরা ভেবেছিলেন যদি দেশ থেকে ব্রিটিশদের তাড়ানো যায় তাহলে দেশের গরীব মানুষ তাদের অন্ন বস্ত্রের অধিকার ফিরে পাবে এবং বেঁচে থাকতে পারবে। কিন্তু স্বাধীনতার ৭৭ বছর পরেও দেখা যাচ্ছে দেশে স্বাধীনতার আগে যে অবস্থা ছিল সেটা বর্তমানে রয়ে গেছে। এই দুর্বিষহ অবস্থা থেকে বের হয়ে আসতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।এদিকে এ আই ডি এস ও, এ আই ডি ওয়াই ও, এ আই এম এস এস -এর যৌথ উদ্যোগে শহীদ ক্ষুদিরামের ১৩৫ তম জন্মদিন উদযাপন করা হয়। স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিন বটতলা এলাকায় উদযাপন করা হয়।