স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ ডিসেম্বর : সোনামুড়া জেলা কংগ্রেস ভবনে শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহার উপস্থিতিতে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সভায় ৩৭ পরিবারের ১৭০ জন ভোটার এইদিন কংগ্রেস দলে যোগদান করে।
দলীয় পতাকা হাতে তুলে দিয়ে নবাগতদের কংগ্রেস দলে বরণ করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান রাজ্যে বর্তমানে অভাবের কারনে মা তার সন্তান বিক্রয় করছে। অভাবে কারনে আত্মহত্যার ঘটনা বৃদ্ধি পাচ্ছে। অভাবের কারনে মানুষ অসাধু রাস্তা বেছে নিচ্ছে। রাজ্যের আইন-শৃঙ্খলা দিন দিন খারাপ হচ্ছে। নারী নির্যাতনের ঘটনা ঘটছে। অথচ সরকার সুশাসনের কথা বলছে। এই সরকারকে বিজ্ঞাপনের সরকার বলেও কটাক্ষ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।