স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ ডিসেম্বর : পশ্চিম আগরতলা থানার ঢিল ছোড়া দূরে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ। মৃত ব্যক্তির নাম আবুল কালাম। বয়স ৭০। মৃত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। জানা যায়, শনিবার সকালে পশ্চিম আগরতলা থানা সংলগ্ন এলাকার দোকানদাররা দোকান খুলতে এসে দেখতে পান দোকানের সামনে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ পরে রয়েছে। সাথে সাথে দোকানদাররা পশ্চিম আগরতলা থানার পুলিশকে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।
এক পুলিশ অফিসার জানান ঘটনাস্থলে গিয়ে এলাকার লোকজনদের সাথে কথা বলে জানতে পারেন মৃত ব্যক্তির নাম আবুল কালাম। বয়স ৭০ বছর। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। ওনার বাড়ি দক্ষিন জয়নগর এলাকায়। তারপর পুলিশ মৃত ব্যক্তির বাড়িতে ছুটে যায়। বাড়ি থেকে নিয়ে আসা হয় মৃত ব্যক্তির দুই ছেলেকে। তারা মৃত ব্যক্তিকে শনাক্ত করে। তারপর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এইদিকে মৃত ব্যক্তির ছেলের বক্তব্য আবুল কালাম মানসিক ভারসাম্যহীন ছিলেন। বেশির ভাগ সময় তিনি বাড়ির বাইরে রাত কাটাতেন। কিছু দিন পর পর তিনি বাড়িতে যেতেন। মৃত ব্যক্তির ছেলের ধারনা দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আবুল কালামের। তবে তিনি খুন বলে দাবি করেন সংবাদ মাধ্যমের সামনে। জানা যায় মৃত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন দেখা দিয়েছে আবুল কালামের মৃত্যু যান দুর্ঘটনায় হয়েছে, নাকি আবুল কালামকে হত্যা করা হয়েছে। ইতিমধ্যে তদন্ত নেমেছে পুলিশ। শহরের জনবহুল এলাকায় মৃতদেহ উদ্ধার নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।