স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ ডিসেম্বর : শনিবার বিবেক নগর রামকৃষ্ণ মিশনে গেলেন মেয়র দীপক মজুমদার। এদিন মেয়র বিবেক নগর রামকৃষ্ণ আশ্রমে গিয়ে মহারাজের সাথে কথা বলে আত্মসন্তুষ্টি প্রকাশ করেন। তারপর মেয়র রামকৃষ্ণ মিশনের প্যাথলজিটি পরিদর্শন করেন। কথা বলেন রামকৃষ্ণ মিশনের কর্মকর্তাদের সাথে। মেয়র বলেন, তিনি রামকৃষ্ণ মিশনে এসে অত্যন্ত খুশি।
মিশনের একটি প্যাথলজি রয়েছে। এই প্যাথলজি থেকে অত্যন্ত কম মূল্য পরিষেবা পাওয়া যায়। এখানে প্রখ্যাত চিকিৎসক পরিষেবা প্রদান করেন। জিবি, আইজিএম এবং হাঁপানিয়া হাসপাতালের পর সবচেয়ে উন্নত এবং আধুনিক পরিষেবা পাওয়া যায় এই রামকৃষ্ণ মিশনে। খুব কম মূল্যে পরিষেবা দেওয়া হয় রোগীদের। আগামী দিনেও এভাবে পরিষেবা প্রদান করবে বলে আশা ব্যক্ত করেন মেয়র।