স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ ডিসেম্বর : মহকুমা শাসকের কক্ষে ডি সি এম কর্তৃক শারীরিকভাবে নিগৃহীত হওয়ায় তেলিয়ামুড়া মহকুমা শাসক অফিসে কর্ম বিরতিতে বসে মুহুরীরা। তাদের অভিযোগ, তেলিয়ামুড়া মহকুমা শাসকের কক্ষে ডি সি এম দ্বারা শারীরিকভাবে নিগৃহীত হয়ে শুক্রবার তেলিয়ামুড়া মহকুমা শাসক কার্যালয়ের বিভিন্ন স্তরের মুহুরীরা সম্মিলিতভাবে কর্ম বিরতিতে সামিল হয়।
যার ফলে স্বাভাবিকভাবেই মহকুমা বিভিন্ন জায়গার সাধারণ মানুষরা মহকুমা অফিসে এসে দিনভর ভোগান্তির শিকার হয়েছেন। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার তেলিয়ামুড়া মহকুমা শাসকের অফিসে মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তীর উপস্থিতিতে ডি.সি.এম সৌরভ দাস কোন একটা বিষয়কে কেন্দ্র করে সোম কুমার বিশ্বাস নামের এক মুহুরির উপর চড়াও হয়। এবং তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ অপমান অপদস্থ করেন। পাশাপাশি মহকুমা শাসকের উপস্থিতিতে মহকুমা শাসকের কক্ষে ডি সি এম সৌরভ দাস হিতাহিত জ্ঞান ভুলে মুহুরির শরীরে আঘাত করে বলে অভিযোগ। তাই শুক্রবার সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে এবং জেলা প্রশাসনের দৃষ্টিতে বিষয়টা নিয়ে যাওয়ার অভিপ্রায় নিয়ে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন কার্যালয়ের সাথে যুক্ত মুহুরিরা কর্মবিরতি শুরু করেন। তারা আরো জানান যতক্ষণ পর্যন্ত না ডি সি এম সৌরভ দাসের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন বা কর্মবিরতি অব্যাহত থাকবে।