Sunday, January 26, 2025
বাড়িরাজ্যধান উৎপাদনে ত্রিপুরা স্বাবলম্বী হওয়ার দিকে এগুচ্ছে : রতন লাল নাথ

ধান উৎপাদনে ত্রিপুরা স্বাবলম্বী হওয়ার দিকে এগুচ্ছে : রতন লাল নাথ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ ডিসেম্বর : ধান উৎপাদনে ত্রিপুরা স্বাবলম্বী হওয়ার দিকে এগুচ্ছে। ধান উৎপাদনে উত্তর- পূর্বাঞ্চলে ত্রিপুরা প্রথম স্থানে। তবে ঘাটতি ১৯ দশমিক ৪৮ শতাংশ। আই সি এ আরের ২৬ তম আঞ্চলিক কমিটির বৈঠকে উত্তর-পূর্বাঞ্চল নিয়ে আলোচনায় উঠে এসেছে এই তথ্য। শুক্রবার একথা জানান রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। আই সি এ আরের এই বৈঠকে এদিন উত্তর- পূর্বাঞ্চল নিয়ে ছিল আলোচনা।

 দিনভর চলে আলোচনা। এতে অফিসাররা আলোচনা করেন। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন ভার্চুয়াল  কৃষি ও কৃষক কল্যাণ কল্যাণ মন্ত্রকের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী কৈলাশ চৌধুরী, ত্রিপুরা সহ উত্তর- পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের কৃষিমন্ত্রীরা। ছিলেন আই সি এ আরের ডিজি সহ অন্যান্য আধিকারিকরা। ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন, একটি জমিতে কত বেশি ফসল উৎপাদন করা গেছে সেই ক্ষেত্রে ত্রিপুরা উত্তর-পূর্বাঞ্চলে দ্বিতীয় স্থানে রয়েছে। আগে রয়েছে সিকিম। মন্ত্রী বলেন, রাজ্যে তা বাড়ানোর চেষ্টা চলছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য