স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ ডিসেম্বর : ধান উৎপাদনে ত্রিপুরা স্বাবলম্বী হওয়ার দিকে এগুচ্ছে। ধান উৎপাদনে উত্তর- পূর্বাঞ্চলে ত্রিপুরা প্রথম স্থানে। তবে ঘাটতি ১৯ দশমিক ৪৮ শতাংশ। আই সি এ আরের ২৬ তম আঞ্চলিক কমিটির বৈঠকে উত্তর-পূর্বাঞ্চল নিয়ে আলোচনায় উঠে এসেছে এই তথ্য। শুক্রবার একথা জানান রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। আই সি এ আরের এই বৈঠকে এদিন উত্তর- পূর্বাঞ্চল নিয়ে ছিল আলোচনা।
দিনভর চলে আলোচনা। এতে অফিসাররা আলোচনা করেন। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন ভার্চুয়াল কৃষি ও কৃষক কল্যাণ কল্যাণ মন্ত্রকের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী কৈলাশ চৌধুরী, ত্রিপুরা সহ উত্তর- পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের কৃষিমন্ত্রীরা। ছিলেন আই সি এ আরের ডিজি সহ অন্যান্য আধিকারিকরা। ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন, একটি জমিতে কত বেশি ফসল উৎপাদন করা গেছে সেই ক্ষেত্রে ত্রিপুরা উত্তর-পূর্বাঞ্চলে দ্বিতীয় স্থানে রয়েছে। আগে রয়েছে সিকিম। মন্ত্রী বলেন, রাজ্যে তা বাড়ানোর চেষ্টা চলছে।