স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ ডিসেম্বর : দূরপাল্লার লরি চালকদের প্রতিদিন হয়রানি করা হচ্ছে। আর পুলিশের এ ধরনের শিকার হয়ে এবার জাতীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় নামতে বাধ্য হলো লরি চালকরা। তাদের অভিযোগ প্রতিদিন রাজ্যে বিভিন্ন সামগ্রী আমদানি রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় পড়ছে দূরপাল্লার লরি চালকরা। এই অবস্থায় সর্বচালক কল্যাণ সংঘের উদ্যোগে শুক্রবার দিল্লির যন্তর-মন্তরে ধর্না সংগঠিত করা হয়।
এরই অঙ্গ হিসেবে শুক্রবার দূরপাল্লার ট্রাক চালকরা বিভিন্ন সমস্যা নিয়ে বিক্ষোভে শামিল হয়। এদিন তারা খয়েরপুরে বাইপাস রোডে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করেন। তাদের সর্বভারতীয় স্তরে ২৯ দফা দাবি। এদিকে এদিন প্রতিবাদ কর্মসূচীতে শামিল হওয়া চালকদের অভিযোগ রাজ্যের লাইসেন্স প্রাপ্ত লরি হওয়া সত্ত্বেও চুরাইবাড়ি গেটে তাদের এন্ট্রি দিতে হয়। রয়েছে পুলিশি জুলুম। বিভিন্ন ভাবে তাদের হয়রানি করা হয়। চুরাইবাড়ি থেকে আসার পথে কোন পার্কিং এর ব্যবস্থা, শৌচালয়ের ব্যবস্থা নেই।অভিযোগ রাজ্যের লরি হওয়ার পরেও চুরাইবাড়িতে এন্ট্রি দেওয়ার বিষয়ে জিজ্ঞেস করলে পুলিস দুর্ব্যবহার করে। তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান এসব সমস্যা সমাধানের। তবে এই সমস্যা তাদের দীর্ঘদিনের। সরকার সমস্যার সমাধানের কোন পথ বের না করায় তাদের রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করেছে বলে জানান তারা।