স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ নভেম্বর : সম্প্রতি অভাবের তাড়নায় বিক্রি হয়েছিল মুঙ্গিয়াকামী বংশীপাড়ার এলাকার এক দেড় দিনের কন্যা সন্তান। মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে তার পিতা খোকন দেববর্মা বিক্রি করে দেয়। স্যন্দন পত্রিকায় খবর প্রকাশ হওয়ার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা শাসকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিশুটিকে করবুক থেকে উদ্ধার করতে সক্ষম হয়। বৃহস্পতিবার বিক্রি হওয়া শিশুটিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে দেখতে যান সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।
শিশুটির পরিবারের সঙ্গে কথা বলেন জিতেন্দ্র চৌধুরী। শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন জিতেন্দ্র চৌধুরী। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন, শিশুটির পরিবারের আগে জব কার্ড ছিল, রেশন কার্ড ছিল এবং নিয়মিত কাজকর্ম পেতেন। কিন্তু গত দুবছর আগে একটি দুর্ঘটনায় তার বাড়িঘর পুড়ে যায়। তারপর স্থানীয় চেয়ারম্যান তথা বিজেপি নেতার কাছে একাধিকবার গেছেন জব কার্ড করে দেওয়ার জন্য। কিন্তু সমস্ত সুযোগ সুবিধা থেকে এ পরিবারকে বঞ্চিত রাখায় খোকন দেববর্মাকে ৩০,০০০ টাকার বিনিময়ে দেড় দিনের শিশু কন্যাকে বিক্রি করে দিতে হয়েছে। তারপর আবার এলাকার বিজেপির মাতব্বররা তার থেকে কুড়ি হাজার টাকা নেয়। আর এতেই হল বর্তমান সরকারের আমলের সুশাসন। তিনি এই ঘটনার নিন্দা করে বলেন বিকশিত ভারতের চিত্র হাসপাতালে এসে দেখতে পেয়েছেন। তিনি অভিযোগ তুলে বলেন বর্তমান সরকার এই গরিব মানুষদের সাথে তাচ্ছিল্য করছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বলে জানান তিনি।