স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ নভেম্বর : বাইকের ধাক্কায় মৃত্যু হল ব্যবসায়ীর। তিনি সাব্রুমের প্রতিষ্ঠিত ব্যবসায়ী গৌড় সুন্দর বসাক ওরফে ট্যাবলু। ট্যাবলুর মৃত্যুতে শোঁকের ছায়া নেমে এসেছে গোটা সাব্রুম মহকুমা জুড়ে। ঘটনার বিবরণে জানা যায়, সাব্রুমের আনন্দপড়ার এলাকার বাসিন্দা গৌড় সুন্দর বসাক ওরফে ট্যাবলু। সাব্রুমের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে পরিচিত ছিলেন ট্যাবলু।
গত ২৪ নভেম্বর রাতে একটি অনুষ্ঠানে যায় ট্যাবলু। সেখান থেকে বাড়ি ফিরে আসার সময় মদমত্ত অবস্থায় এক বাইক চালক দ্রুত গতিতে বাইক চালিয়ে এসে ট্যাবলুকে সজোরে ধাক্কা মারে। তারপর বাইকের ধাক্কায় ট্যাবলু রাস্তায় লুটিয়ে পরে। ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে ট্যাবলুকে উদ্ধার করে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ট্যাবলুর পরিবারের লোকজনও সাব্রুম মহকুমা হাসপাতালে ছুটে যায়। সাব্রুম মহকুমা হাসপাতাল থেকে সেই দিন রাতেই ট্যাবলুকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। তারপর থেকে জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল ট্যাবলু। ট্যাবলুর ছোট বেলার বন্ধু আরও জানান জিবি হাসপাতালের চিকিৎসকরা অক্লান্ত পরিশ্রম করেছেন। কিন্তু ট্যাবলুর মাথার আঘাত গুরুতর হওয়ার কারনে চিকিৎসকরা অস্ত্রপচার করতে পারে নি। অবশেষে বুধবার রাতে চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। জানা গেছে ঘাতক বাইকের চালকের নাম শান্তনু দে। বাড়ি সাব্রুমের দমদমা এলাকায়। পুলিশ এখনো ঘাতক বাইক চালককে গ্রেপ্তার করতে পারে নি। ময়না তদন্ত শেষে মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়।