স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ নভেম্বর : মাটি চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু এক শ্রমিকের। মৃতের নাম কাউসার আহমেদ। ঘটনা উদয়পুর শালগড়া আমতলী এলাকায়। প্রতিদিনের মতো বৃহস্পতিবার জীবন বাজি রেখে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে যায় উদয়পুর শালগড়া এলাকার বাসিন্দা মহরম আলীর ১৮ বছরের ছেলে কালচার আহমেদ। সে প্রতিদিনের মতো উদয়পুর শালগড়া – আমতলী এলাকায় মাটি কাটার জন্য যায়।
দুপুর বারোটা নাগাদ মাটির নিচে চাপা পড়ে কালচার। সঙ্গে সঙ্গে অন্যান্য শ্রমিকরা চিৎকার শুরু করে। মাটির নিচ থেকে কালচারকে উদ্ধার করে খবর দেওয়া হয় দমকল কর্মীদের। যথারীতি দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে কালচারকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। কালচারের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। এলাকায় নেমে আসে শোকের ছায়া।