Thursday, January 16, 2025
বাড়িরাজ্যবিজেপি রাজ্যের মানুষের সাথে প্রতারনা করছে : নরেশ জমাতিয়া

বিজেপি রাজ্যের মানুষের সাথে প্রতারনা করছে : নরেশ জমাতিয়া

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ নভেম্বর : কোথায় গেলে বিজেপির প্রতিশ্রুতি? শুধু প্রতারণা করেছে। ১০,৩২৩ -এর চাকুরি খেয়ে দিয়েছে এই সরকার। এখন তারা সর্বস্বান্ত হয়ে একশোর অধিক মানুষ আত্মহত্যা করেছে। ২০১৮ সালের আগে বিজেপি -র প্রতিশ্রুতির উপর মানুষের বিশ্বাস না করার জন্য বলা হয়েছিল।

 কিন্তু তারপরও মানুষ তাদের উপর বিশ্বাস করেছিল। বুধবার জনস্বার্থে সংশ্লিষ্ট বিভিন্ন দাবিতে সিপিআইএম আমবাসা মহকুমা কমিটির উদ্যোগে মিছিল ও সংগ্রামী জনতার সমাবেশের থেকে এ কথা বলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য নরেশ জমাতিয়া। আমবাসা সিপিআইএম পার্টি অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয় এইদিনের সু-বিশাল মিছিল। মিছিলটি আমবাসা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে আমবাসা বাজারে গিয়ে শেষ হয়।

সেখানে হয় সংগ্রামী জনতার সমাবেশ। সমাবেশে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য নরেশ জমাতিয়া, দলের রাজ্য কমিটির সদস্য অমলেন্দু দেববর্মা, সিপিআইএম ধলাই জেলা কমিটির সম্পাদক পঙ্কজ চক্রবর্তী সহ অন্যান্যরা। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারকে এক হাত নেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নরেশ জমাতিয়া। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার মানুষের সাথে প্রতারনা করেছে। বলেছিল কালাধন উদ্ধার করে সাধারন মানুষের একাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে। কালোধন উদ্ধারের পরিবর্তে নোট বন্দি করে কালা ধন সাদা করে দিয়েছে। আকাশ ছুয়া বৃদ্ধি পেয়েছে জিনিস পত্রের দাম।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য