স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ নভেম্বর : বিরল প্রজাতির প্রানী উদ্ধার বিলোনিয়া বাঁশ পাড়া কলোনী এলাকায়। দেখতে অনেকটা পেঁচার মতো হলেও, কিন্তু মানুষ সচরাচর এই পেঁচা দেখে না।
এই বিরল প্রজাতির প্রানীটি রাস্তার মধ্যে দেখতে পায় এলাকাবাসী। তারপর খবর ছড়িয়ে পড়তেই উৎসুক জনতা ভিড় জমায় বিরল প্রজাতির প্রানীটিকে দেখার জন্য। খবর দেওয়া হয় বন দপ্তরে কর্মীদের। উৎসুক এলাকাবাসী চাইছে উদ্ধারকৃত প্রানীটি সুরক্ষিত স্থানে রাখার জন্য।