Wednesday, January 22, 2025
বাড়িরাজ্যরূপক দেবরায়ের আগাম জামিন খারিজ করে দিল আদালত

রূপক দেবরায়ের আগাম জামিন খারিজ করে দিল আদালত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ নভেম্বর : ত্রিপুরা হাইকোর্ট জামিন খারিজ করে দিল ত্রিপুরা স্টেট অলিম্পিক এসোসিয়েশানের সম্পাদক রুপক দেবরায়ের। উচ্চ আদালত রূপক দেবরায়ের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়ে পুলিশের নিকট আত্মসমর্পণের নির্দেশ দেয়। বেশ কিছুদিন ধরে ত্রিপুরা স্টেট অলিম্পিক এসোসিয়েশানের সম্পাদক রুপক দেবরায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে আসছিল।

 ত্রিপুরার খেলোয়াড়দের বঞ্চিত করে ত্রিপুরার নাম দিয়ে টাকার বিনিময়ে বহিঃরাজ্যে বিভিন্ন প্রতিযোগিতায় বহিঃরাজ্যের খেলোয়াড়দের সুযোগ দিয়ে আসছিলেন তিনি। শুধু তাই নয়, ইন্ডিয়ান অলিম্পিক এসোসিয়েশান থেকে ত্রিপুরা রাজ্যের জন্য যে অর্থ বরাদ্দ করা হয়, সেই অর্থ তিনি আত্মসাৎ করে নিয়েছেন বছরের পর বছর ধরে।

 রাজ্যের খেলোয়াড়দের খেলার সুযোগ করে দেওয়ার নাম করে অর্থের বিনিময়ে বহিঃরাজ্যে নিয়েগিয়ে তিনি তাদের হয়রানি করেন। সম্প্রতি রাজ্যের দুই খেলোয়াড় অভিযুক্ত রূপক দেবরায়ের বিরুদ্ধে মামলা দায়ের করে। সেই মামলার পরিপ্রেক্ষিতে রূপক দেবরায় পশ্চিম জেলার জেলা ও দায়রা আদালতে আগাম জামিনের আবেদন করেন। জেলা ও দায়রা আদালত আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। তারপর রূপক দেবরায় উচ্চ আদালতে আগাম জামিনের আবেদন করেন। মঙ্গলবার উচ্চ আদালতের বিচারক অরিন্দম লোধের এজলাসে রূপক দেবরায়ের আগাম জামিনের আবেদনের উপর শুনানি হয়। সরকার পক্ষের আইনজীবী রাজু দত্ত জানান বিচারক এইদিন উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শুনার পর রূপক দেবরায়ের আগাম জামিনের আবেদন খারিজ করে দেন। এবং রূপক দেবরায়কে অবিলম্বে পুলিশের নিকট আত্মসমর্পণের নির্দেশ দেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য