Saturday, January 18, 2025
বাড়িরাজ্যঘর তুলতে বাধা দেওয়ার পঞ্চায়েত ঘেরাও করল চা শ্রমিকরা

ঘর তুলতে বাধা দেওয়ার পঞ্চায়েত ঘেরাও করল চা শ্রমিকরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ নভেম্বর : সুশাসন জামানায় এ কেমন দুঃশাসন! প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা দফতর থেকে বন্টন হলেও ঘর তুলতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ চা শ্রমিকদের। তাই পঞ্চায়েত ঘেরাও করে ঘর বঞ্চিত সেকেরকোট মালাবতী চা বাগানের শ্রমিকরা। অভিযোগ, বহুবার সরকারের উদ্দেশ্যে দাবি জানানোর পরেও মিলছে না প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর।

তাই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের দাবিতে পঞ্চায়েত ঘেরাও করে ডেপুটেশন প্রদান করল চা বাগানের শ্রমিকরা। তারা জানায়, কমলাসাগর বিধানসভার অন্তর্গত সেকেরকোট মালাবতী চা বাগানের শ্রমিক হিসাবে দীর্ঘ অনেক বছর ধরে কাজ করে আসছে ২০ থেকে ২৫ পরিবার। এরই মধ্যে চা বাগানের সমস্ত শ্রমিক পরিবারের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আসে, এমনকি ঘর তৈরি করার জন্য প্রথম কিস্তিতে তাদের একাউন্টে টাকাও আসে, কিন্তু কোন এক অজ্ঞাত কারণে শ্রমিকদেরকে ঘর তুলতে বাধা দান করা হয়।

 দীর্ঘদিন ধরে চা বাগানের শ্রমিকরা এই সমস্যায় ভুক্তভোগি বলে অভিযোগ। অবশেষে মঙ্গলবার দুপুরে চা বাগানের প্রতিটি শ্রমিক পরিবারের পুরুষ মহিলা মিলে সেকেরকোট গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে। ঘরের টাকা পাওয়ার দাবিতে ডেপুটেশন প্রদান করে। এদিন পঞ্চায়েত সচিবের হাতে শ্রমিকরা তাদের ডেপুটেশন প্রদান করে। শ্রমিকরা পঞ্চায়েত সচিবের কাছে জানতে চায়, যে কি কারনে এবং কার নির্দেশে তাদেরকে ঘর তুলতে বাধা দেওয়া হয়েছে? কিন্তু পঞ্চায়েত সচিব শ্রমিকদেরকে সঠিক জবাব দিতে পারেনি, তবে পঞ্চায়েত সচিব শ্রমিকদের জানিয়ে দিয়েছেন তাদের দাবি সনদটি ডুকলি আর ডি ব্লক পাঠানো হবে। খুব শীঘ্রই তাদের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। এদিকে ডেপুটেশন শেষে শ্রমিকরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, তাদের ঘর পাওয়ার সমস্যা যদি সমাধান করা না হয় তাহলে তারা আগামী দিনে জেলা শাসকের দ্বারস্থ হবেন। এবং সরকারকেও এই জমিতে কাজ করতে দেবে না বলে হুশিয়ারি দেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য