স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ নভেম্বর : চান্দিনামুড়ায় মৃতদেহ উদ্ধারের ৪৮ ঘন্টা পর আবারও উদ্ধার রহস্যজনক মৃতদেহ। এবার রাজধানীর জয়নগর ৫ নম্বর রোডে এক ভাড়া বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার হয়েছে। বাড়ির মালিকের নাম আশীষ চৌধুরী। বাড়িতে ভাড়াটিয়া যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মঙ্গলবার মৃতদেহ থেকে দুর্গন্ধ বের হওয়ার পর স্থানীয়দের সন্দেহ হয়।
তারপর মৃতদেহটি দেখতে পায় স্থানীয়রা। মৃতদেহের পচন ধরে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। এদিকে ছুটে যায় ফরেন্স টিম। জানা গেছে মৃত যুবকের নাম তীর্থঙ্কর দাসগুপ্ত। তীর্থঙ্কর দাস গুপ্ত নিজের মা নমিতা দাশগুপ্তের সাথে গত ১১ অক্টোবর রামনগর ৫ নম্বরে আশীষ চৌধুরীর বাড়িতে ভাড়া এসেছিলেন। নমিতা দাস গুপ্ত অবসরপ্রাপ্ত একজন সরকারি কর্মচারী। তীর্থঙ্কর দাস গুপ্ত একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন বলে খবর। গত কয়েকদিন মা ছেলে কাউকে দেখতে পাননি বাড়ির মালিক। আজ ঘরের ভিতরে তীর্থঙ্কর দাশগুপ্তের মৃতদেহ উদ্ধার হয়। তবে পুলিশ যুবকের মা নমিতা দাস গুপ্তের কোন সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে। এলাকাবাসীর মধ্যে এটা খুন বলে গুঞ্জন সৃষ্টি হয়েছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।