স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ নভেম্বর : সোমবার গভীর রাতে উদয়পুর শহরের বুকে চক বাজারে ১৮ টি মুদি দোকান আগুনে পড়ে ভষ্মিভূত। ঘটনা সোমবার রাত একটা নাগাদ। উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেওয়া হলে একটি ইঞ্জিন ছুটে আসে। পরবর্তী সময়ে আগুনের লেলিহান শিখা এতটাই তীব্র ছিল পরবর্তী সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের অপর একটি ইঞ্জিন ছুটে আসে চকবাজারের আগুন নিয়ন্ত্রণে আনতে।
কিন্তু আগুনের লেলিহান শিখা এতটাই তীব্র ছিল পরবর্তী সময়ে কাকড়াবন, কিল্লা থেকে আরো দুটি ইঞ্জিন ছুটে আসে। পরবর্তী সময়ে পালাটানা ওটিপিসি -র একটি ইঞ্জিন এসে চকবাজারে আগুন নিয়ন্ত্রণে আনতে সাহায্য করায় প্রায় তিন ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। পরবর্তী সময় খবর পেয়ে রাতেই ছুটে আসেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার। তিনি ক্ষতিগ্ৰস্তদের পাশে থাকার আশ্বাস দেন। পরে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত দোকান প্রদর্শনে যান বিজেপি ৩১-আর কে পুর মন্ডল সভাপতি প্রবীর দাস সহ দলীয় কার্যকর্তারা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কিভাবে সহযোগিতা করা যায় সে ব্যাপারে দেখছে মহাকুমা প্রশাসন ও উদয়পুর পুর পরিষদ। এই অগ্নিকাণ্ডে ১৮ টি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয় ও ১৭ টি দোকান অল্পবিস্তার ক্ষতিগ্রস্ত হয়। তবে অগ্নি ঘটনার সূত্রপাত নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।