স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ নভেম্বর : মহান দার্শনিক, সমাজতন্ত্রের অন্যতম স্থপতি ফ্রেডরিক এঙ্গেলসের ২০৪ তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিপি আই এম রাজ্য কার্যালয়ে আয়োজিত এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর, প্রাক্তন বিধায়ক রতন ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সকলে ফ্রেডরিক এঙ্গেলসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, ২৯ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার ফ্রেডরিক এঙ্গেলসের ২০৪ তম জন্মতিথি। তিনি গোটা বিশ্বকে যে পথ দেখিয়েছেন, তা মানব সমাজের কল্যাণের দিক। তাই ফ্রেডরিক এঙ্গেলসকে বাদ দিয়ে পৃথিবীর ইতিহাস এবং মানব ইতিহাসের ব্যাখ্যা করা সম্ভব নয় বলে জানান জিতেন্দ্র চৌধুরী।