Saturday, January 18, 2025
বাড়িরাজ্যপিতার দায়ের কোপে রক্তাক্ত পুত্র

পিতার দায়ের কোপে রক্তাক্ত পুত্র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ নভেম্বর : যতন বাড়ি শান্তি কলোনি এলাকার বাসিন্দা হরিপদ সরকার প্রায় প্রতিদিন সন্ধ্যা রাতে মদমত অবস্থায় বাড়িতে এসে পরিবারের লোকজনদের সঙ্গে ঝামেলা পাকায়। এমনটাই অভিযোগ। এখানেই শেষ নয়, পাড়া প্রতিবেশী কেউ তাদের ঝামেলা মেটানোর জন্য এগিয়ে এলে মদমত্ত অবস্থায় হরিপদ সরকার ঘর থেকে দা বের করে তাদের উপর আক্রমণ করার চেষ্টা করে। এমনটাই অভিযোগ স্থানীয়দের।

 এর ব্যতিক্রম ছিলনা সোমবার সন্ধ্যা রাতেও। হরিপদ সরকার মদনত্ত অবস্থায় বাড়িতে ফিরে দেখতে পায় তার স্ত্রী এবং তার ছেলে শুভম সরকার এর মধ্যে কোন একটি বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটি চলছে। সেই মুহূর্তে হরিপদ সরকার একটি দাঁ ছুড়ে মারে তাদের উদ্দেশ্যে। এতে ধারালো কোপের আঘাতে রক্তাক্ত হয় ছেলে শুভম সরকার। প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় শুভমকে উদ্ধার করে নতুন বাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। আঘাত এতটাই গুরুতর ছিল শুভমের মাথায় দশটি সেলাই করতে হয়।। পরবর্তী সময়ে তাকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয় জেলা হাসপাতালে। জন্মদাতা পিতার এ ধরনের আক্রমণের ঘটনায় গোটা এলাকায় ছি ছি রব ওঠে। একই সঙ্গে ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য। মদমত্ত এই পিতার জোরালো শাস্তির দাবি উঠে এলাকাবাসীদের তরফে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য