স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ নভেম্বর : তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে যুব বিকাশ কেন্দ্রের সহায়তায় সোমবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গুরু নানকের জন্ম জয়ন্তী পালন করা হয়। প্রদীপ প্রজ্জলন করে এইদিনের অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী টিঙ্কু রায়।
উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিশার ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন ধর্ম যার যার উৎসব সকলের। এইদিন গুরু নানকের জন্ম জয়ন্তী অনুষ্ঠানে সকল অংশের মানুষ সামিল হয়েছে। দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রতিনিধি অনুষ্ঠানে সামিল হয়েছে। একই উৎসব বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন নামে পালন করা হয়। গুরু নানক যে পথ দেখিয়ে গিয়েছেন, সেই পথকে পাথেয় করে চলছে শিখ ধর্মাবলম্বীরা। দেশের প্রধানমন্ত্রী বলে থাকেন দেশকে বিশ্ব গুরুর আসনে আসিন করবেন। বর্তমানে ভারতকে জগৎ সভার শ্রেষ্ঠ আসনে নিয়ে যাওয়ার জন্য সকলে এক সাথে কাজ করে যাচ্ছে।