স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ নভেম্বর : মহারাজগঞ্জ বাজারে শ্রী শ্রী রাধা কৃষ্ণের রাসলীলা ও গৌরাঙ্গ মহাপ্রভু উৎসবের ১৯ দিন ব্যাপী উৎসবের শেষ দিন সোমবার। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, মেয়র দীপক মজুমদার, কাউন্সিলর সহ মহারাজগঞ্জ বাজার ব্যবসায়ীরা। রাধা কৃষ্ণের রাসলীলা দর্শন করতে যান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
মঙ্গল কামনা করেন রাজ্যবাসীর। মুখ্যমন্ত্রী বলেন, এই রাসলীলা মহারাজগঞ্জ বাজারের ঐতিহ্যবাহী এক অনুষ্ঠান। সব ধরনের মানুষ দূর-দূরান্ত থেকে এসে একত্রিত হয়। কৃষ্টি সংস্কৃতি এই অনুষ্ঠানের মধ্যে পরিলক্ষিত হয় বলে জানান মুখ্যমন্ত্রী।