স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ নভেম্বর : সোমবার আগরতলা পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের উদ্যোগে বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন অভিযানের দ্বিতীয় পর্যায় কর্মসূচি সংগঠিত করা হয়। পুর নিগমের ৩৯ নং ওয়ার্ড এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে এইদিন প্রধানমন্ত্রী মাতৃ বন্ধনা যোজনা, মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার যোজনার সুবিধাভোগী এবং দিব্যাঙ্গ ব্যক্তিদের মধ্যে বিভিন্ন চলন সামগ্রী প্রদান করা হয়।
এইদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী অসীম ভট্টাচার্য, পুর নিগমের কর্পোরেটর উদয় ভাস্কর চক্রবর্তী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের কর্পোরেটর অলক রায়। সমাজসেবী অসীম ভট্টাচার্য বলেন এইদিন তিনজন সুবিধা ভোগীকে ট্রাই সাইকেল, দুই জন সুবিধাভোগীদের মধ্যে মোটর ট্রাই সাইকেল, ৯ জন সুবিধা ভোগীকে হুইল চেয়ার সহ আরও বেশ কিছু সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে সুবিধাভোগীদের মধ্যে।