স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ নভেম্বর : সোমবার দুপুরে নলছড় পোয়াংবাড়ী চৌমুহনীতে রাস্তা অবরোধ করলো পোয়াংবাড়ী জেবি স্কুলের ছাত্র-ছাত্রী সহ অভিভাবকরা। অভিযোগ, নলছড় পোয়াংবাড়ী জেবি স্কুল এলাকা থেকে মেলাঘর বাজার পর্যন্ত মূল সড়কের কাজ করছেন এক নির্মাণ সংস্থা।
এলাকাবাসীর অভিযোগ এই রাস্তাটি নির্মাণকারী সংস্থা পোয়াংবাড়ী জেবি স্কুলের ছাত্র-ছাত্রীদের খেলার মাঠটি সম্পূর্ণভাবে দখল করে তাড়িয়ে দিয়েছে। পাশাপাশি রাস্তা নির্মাণ সংস্থার কর্তৃপক্ষকে রাতে নির্মাণ কাজ বন্ধ রাখতে জানিয়ে দেয় এলাকাবাসী। কিন্তু নির্মাণ সংস্থা এলাকাবাসীর সেই অনুরোধ না রেখে রাতেই তাদের কাজের গতি আরো বাড়িয়ে দেয়, যার ফলে এলাকাবাসীদের রাতের বেলা সমস্যা সম্মুখীন হয়। রাস্তা নির্মাণ সংস্থা এলাকাবাসীর কথা না রাখায় বাধ্য হয়ে পোয়াংবাড়ী জেবি স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা রাস্তা অবরোধ করে বসেন। ঘটনার খবর পেয়ে ছুটে আসে মেলাঘর থানার পুলিশ, পাশাপাশি সংস্থার কর্মকর্তাদের ঘেরাও করে রাখেন।