স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ নভেম্বর : দেশে ২০১৪ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দলিত অংশের মানুষের উপর অর্থ, সম্পদ, শিক্ষা, সম্মান সর্বক্ষেত্রে আক্রমণ নামিয়ে এনেছে। তাই আগামী ৪ ডিসেম্বর দিল্লি পার্লামেন্ট অভিযান করে দলিত অধিকার এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার দাবি জানানো হবে।
সোমবার মেলার মাঠ সিপিআইএম রাজ্য কার্যালয়ের সামনে দলিত শোষণ মুক্তি মঞ্চের দশম প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রেখে এই কথা বলেন সংগঠনের নেতা সুধন দাস। আয়োজিত প্রতিষ্ঠা দিবসে এই দিন প্রাক্তন দলিল নেতা অনিল সরকারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। সুধন দাস আরো জানান, ২০১৪ সালে ২৭ নভেম্বর প্রতিষ্ঠা হয়েছিল দলিত শোষণ মুক্তি মঞ্চ। এই সংগঠন আগামী দিনে দলিতদের অধিকার ফিরিয়ে আনার জন্য কাজ করছে। ড. বি আর আম্বেদকর দলিত অংশের মানুষের সামাজিক ন্যায়ের জন্য লড়াই করে গেছেন। কিন্তু আরএসএস পরিচালিত ড. বি আর আম্বেদকরের রচিত সংবিধানের বিরোধিতা করেছে। তাই আর এস এস পরিচালিত বিজেপি হটাতে আগামী দিনে গণতন্ত্র প্রিয় সকলকে এগিয়ে আসতে আহ্বান জানান সুধন দাস।