স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ নভেম্বর : ১৯৯৩ সালে আত্মসমর্পণ কারীদের সাথে রাজ্য সরকারের যে চুক্তি হয়েছিল, সেই চুক্তি পালন করা হচ্ছে না। তাই এ বিষয়টি গুরুত্ব দিয়ে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের অ্যাডভাইজার নর্থ ইস্ট ইন্ডিয়ার এ কে মিশ্রার সাথে সাক্ষাৎ করেছেন টি ইউ আই পি সি -র এক প্রতিনিধি দল। সোমবার আগরতলা সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে অভিযোগ তুলে বিস্তারিত জানান সংগঠনের অ্যাডভাইজার রঞ্জিত দেববর্মা।
তিনি বলেন, যারা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবন যাপনে ফিরে এসেছে তাদের মামলা এখনো তোলা হয়নি। প্রায় ২২ জন রয়েছে যাদের মামলা এখনো ফেলে রাখা হয়েছে। সরকার কথা দিয়েছিল যারা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে তাদের মামলাগুলি তুলে দেওয়া হবে।
কিন্তু মামলা তোলা হয়নি। বর্তমানে একজন কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছেন। এ বিষয়টা গুরুত্ব দিয়ে সরকারকে দেখতে হবে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি বলেন স্বাভাবিক জীবন যাপনে এসে যারা এখনো পুনর্বাসন পায়নি তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা। এর পাশাপাশি এই বিষয়গুলো নিয়ে মুখ্যমন্ত্রীর সাথেও দিল্লিতে সাক্ষাৎ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যে এসে এ বিষয়গুলি নিয়ে দেখা করার জন্য। সমস্যা হলে দ্রুত সমাধানের জন্য রাজ্যপাল ও মুখ্য সচিবের কাছেও ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে। তারা সাড়া দিলে দেখা করা হবে বলে জানান রঞ্জিত দেববর্মা।