স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ নভেম্বর : রাস পূর্ণিমা তিথি উপলক্ষ্যে সিমনার ব্রক্ষ্মকুন্ডতে আয়োজিত তিন দিনব্যাপী মেলার উদ্বোধন হয়। রবিবার তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং ব্রক্ষ্মকুন্ড মেলা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।
উপস্থিত ছিলেন সিমনা কেন্দ্রের বিধায়ক বৃষকেতু দেবর্বমা, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্য, টিটিএএডিসি-র কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেবর্বমা, হেজামারা বিএসি-র চেয়ারম্যান সুনীল দেবর্বমা, মোহনপুরের মহকুমা শাসক সুভাষ দত্ত সহ অন্যান্যরা। উদ্বোধনি অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ অন্যান্য অতিথিরা বিভিন্ন সরকারি দপ্তরের প্রদর্শনী স্টল গুলোর ফিতা কেটে উদ্বোধন করেন। এবং স্টল গুলি ঘুরে দেখেন।
এইদিনের উদ্বোধনি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক মেলার আনন্দ উপভোগ করার পাশাপাশি রাজ্যের কৃষ্টি সংস্কৃতিকে সকলের সামনে তুলে ধরার আহ্বান জানান। তিনি আরও বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরাকে বিগত ৯ থেকে ১০ বছর ধরে সমগ্র বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করছেন। ১৫ নভেম্বর জনজাতি গৌরব দিবস হিসাবে ঘোষণা করেছেন দেশের প্রধানমন্ত্রী।