স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জানুয়ারি : সম্প্রতি বিহারে আর আর বি এবং এন টি পি সি পরীক্ষার ফলাফলের ব্যাপক দুর্নীতি হয়েছে বলে ছাত্রছাত্রীরা প্রতিবাদে সামিল হয়েছিল, তখন বিহারে এবং উত্তর প্রদেশে ছাত্র-ছাত্রীদের উপর দমনপীড়ন নামিয়ে আনা হয়েছে। এমনটাই অভিযোগ তুলে বাম ছাত্র সংগঠন এস এফ আই এবং টি এস ইউ পক্ষ থেকে রবিবার বিকেলে রাজধানীর সিটি সেন্টারের সামনে বিক্ষোভের সামিল হয়।
উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব। তিনি জানান আর আর বি এবং এন টি পি সি পরীক্ষা দুর্নীতির বিরুদ্ধে ছাত্রছাত্রীরা সরব হয়েছিল এবং রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছিল তখন তাদের উপর বিহার এবং উত্তরপ্রদেশের পুলিশ দমন-পীড়ন নামিয়ে আনে। ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করে। তাই সারাদেশে সাথে ত্রিপুরা রাজ্যের ছাত্র সংগঠন এস এফ আই এবং টি এস ইউ নিন্দা জানাতে শামিল হয়েছে। এবং দাবি জানানো হচ্ছে পুলিশ যাতে দমন-পীড়নে জড়িতদের বিরুদ্ধে আইনত শাস্তির ব্যবস্থা গ্রহন করে। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের উপর থেকে পুলিশ যাতে মিথ্যা মামলা প্রত্যাহার করে।