Monday, February 10, 2025
বাড়িরাজ্যঅনলাইন ককবরক কোর্সের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

অনলাইন ককবরক কোর্সের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জানুয়ারি : ত্রিপুরায় প্রথম বারের মত অনলাইন ককবরক কোর্সের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। রবিবার   শিক্ষা দপ্তরের ককবরক ডিপার্টমেন্টের কনফারেন্স হলে অন লাইনে ককবরক কোর্সের সূচনা হয়। প্রথম দফায় প্রায় ১০০ জন বিভিন্ন সরকারি কর্মচারিকে এই প্রশিক্ষণ দেওয়া হবে। উপস্থিত ছিলেন ককবরক ভাষা উন্নয়ন কমিটির চেয়ারম্যান বিধায়ক ডাঃ অতুল দেববর্মা সহ অন্যান্যরা।

শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন এই দিনটা ত্রিপুরার ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ। ককবরক ভাষাকে সমৃদ্ধ করতে এবং অককবরক ভাষাভাষী যারা আছে তাদের কাছে ককবরক ভাষার সম্প্রসারণ বেশী করে ঘটাতে একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।  স্বল্প সময়ে ১১৬ টি বিদ্যালয়ে প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত ককবরক ভাষাকে বিষয় হিসাবে চালু করা হয়েছে। ২২ টি কলেজে ২২ জন ককবরক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।  তার জন্য টি পি এস সি-কে বলা হয়েছে। গ্রুপ এ, বি , সি –র যারা অককবরক ভাষাভাষীর কর্মচারি আছেন তাদের এই ভাষা শেখার জন্য অন লাইনে প্রশিক্ষণের ব্যবস্থার সূচনা হয়। যাতে করে রাজ্য সরকারের প্রকল্প ও সিদ্ধান্তগুলি জনজাতি এলাকায় কার্যকর করতে কোন অসুবিধা না হয়। সপ্তাহের প্রতি রবিবার ও দ্বিতীয় ও চতুর্থ শনিবার এই প্রশিক্ষণ চলবে। মোট ৩ মাস দুই সপ্তাহের হবে প্রশিক্ষণ একটা ব্যাচের। কোর্স শেষ করার পর  একটি শংসাপত্র তাদের দেওয়া হবে। স্কুলের ক্ষেত্রে ১৪ জন ককবরকের পি জি টি শিক্ষক হিসেবে নিয়োগের উদ্যোগে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই টেটের মাধ্যমে ৬৯ জন উত্তীর্ণ হয়েছে। তাদের থেকে ১৪ জনকে নেওয়া হবে। তৃতীয় থেকে দশম  শ্রেণী পর্যন্ত ককবরক ভাষার  টিচার্স  হ্যান্ড বুক সূচনা করা হয়েছে। আরও সাতটি সংখ্যা লঘু ভাষার গবেষণার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী রতন লাল নাথ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য