Saturday, February 15, 2025
বাড়িরাজ্যমাছ ব্যবসায়ী খুনের ঘটনায় গ্রেপ্তার ৬

মাছ ব্যবসায়ী খুনের ঘটনায় গ্রেপ্তার ৬

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জানুয়ারি : এক মাছ ব্যবসায়ী হত্যা এবং দুজনকে আহতের ঘটনায় গ্রেপ্তার ৬ জন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় হাতিয়ার। পুলিশ শনিবার তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

 অভিযুক্তরা হলো পালাজয় রিয়াং, বাড়ি নতুন বাজার কড়ুইছেড়া, থাইচৌ মগ, বাড়ি শিলাছড়ি শুকনাছেড়ি, সুনু তান্তি, বাড়ি নতুন বাজার কড়ুইছেড়া, রাজেন্দ্র বোনাস, বাড়ি নতুন বাজার কড়ুইছেড়া, নার্জয়ারাম রিয়াং, বাড়ি করবুক দুখিরাম পাড়া, নির্মল খাইরি, নতুন বাজার কড়ুইছেড়া। উল্লেখ্য, গত ২২ জানুয়ারি ভোরে মাছ ক্রয় করতে বেড়িয়ে আততায়ীদের গুলিতে নিহত হয়েছিল একজন এবং আহত হয়েছিল দুইজন। ঘটনা নতুনবাজার থানাধীন রামভদ্র এলাকায়। নিহত ব্যক্তির নাম সিতেন দাস। আহত দুইজন হলো জীতেন দাস, লিটন দাস।

তিনজন একই বাড়ির সদস্য। তিন ভাই মূলত মাছ বিক্রি করে। তারা প্রত্যেকদিন মন্দিরঘাট থেকে মাছ ক্রয় করে এনে নতুনবাজার যতনবাড়ি সহ বিভিন্ন এলাকায় বিক্রি করতো। প্রত্যেকদিনের মতো সেদিন ভোর তিনটা নাগাদ তিন ভাই মিলে মন্দিরঘাট এলাকা থেকে মাছ ক্রয় করার জন্য বাড়ি থেকে বের হয়। টি আর ০৩ কে ৬৭৫৫ নম্বরের মোটর বাইক নিয়ে যায়। যতনবাড়ি আই টি আই সংলগ্ন নিজ বাড়ি থেকে বেড়িয়ে কিছুটা পথ যাওয়ার পর রামভদ্র এলাকায় পথ আটকায় কিছু দুষ্কৃতি। কোনো কিছু বুঝে উঠার আগেই গুলি ছুড়ে দুষ্কৃতিরা বলে অভিযোগ। তাতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় সিতেন দাসের। অপর ভাই জিতেন দাস ও গুরুতর আহত হয় বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিক অপর ভাই লিটন দাস অল্পবিস্তর আহত হয়। ব্যবসার সূত্র থেকে ঘটনাটি ঘটেছে। ঘটনার তদন্ত চলছে। পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে রবিবার রাজ্য পুলিশের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য