স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ নভেম্বর : ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে ঘর গুছানোর কাজ শুরু করে দিয়েছে প্রদেশ বিজেপি। লোকসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার রাজ্য অতিথিশালায় প্রদেশ বিজেপির এক বিশেষ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপির সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু, রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা সহ অন্যান্যরা। এইদিনের বৈঠকে সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এক সাক্ষাৎকারে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান লোকসভা নির্বাচনে সামনে রেখে এইদিনের বিশেষ বৈঠক করা হচ্ছে। বুথ স্তর থেকে সংগঠনকে ঢেলে সাজানো হবে। বুথ স্তরের রিপোর্ট নিয়ে আলোচনা করে বিস্তারক থেকে শুরু করে বুথ স্তর পর্যন্ত সংগঠনকে সাজানো হবে।