Monday, February 10, 2025
বাড়িরাজ্যকেলের কীর্তির অভিযোগ বিদ্যুৎ নিগমের সংগঠনের

কেলের কীর্তির অভিযোগ বিদ্যুৎ নিগমের সংগঠনের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জানুয়ারি : ২০১৫ সালে ৪৬৩ জন হেল্পার অস্থায়ীভাবে নিয়োগ করা হয় বিদ্যুৎ নিগমে। তাদের নিয়মত করার সময় হয় ২০২০ সালের জুলাই মাসে। কিন্তু তাদের নিয়মিত করতে বিলম্ব হয়। এই অবস্থায় টি এস ই সি এল ওয়ার্কাস এন্ড এমপ্লয়িজ সংঘের উদ্যোগে দপ্তরের মন্ত্রী, সচিব , আধিকারিকদের সঙ্গে দেখা করে ফাইল মুভ করার ব্যবস্থা করা হয়।

এখন সেই সমস্ত অস্থায়ী হেল্পাররা নিয়মিত হওয়ার কাগজ পেয়েছে। ২৭ জানুয়ারী তাদের নিয়মিত করার কাগজ প্রদান করা হয়েছে। এখন তাদের মুখে আনন্দের জোয়ার বইছে। ২০১৪ সাল থেকে থমকে ছিল পদোন্নতি। মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় সবাইকে এডহক ভিত্তিতে পদোন্নতি দেওয়ার। এর সুফল পাচ্ছে টি এস ই সি এল-র কর্মীরা। তবে এ সি আর পাঠাতে বিলম্ব করছেন কিছু কিছু অফিসার। এটা কাঙ্খিত নয়। অন্যথায় আন্দোলনে নামবে সংগঠন। এম এস কেলের বদান্যতায় বহু সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে কর্মীরা। রবিবার সংগঠনের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান টি এস ই সি এল ওয়ার্কাস এন্ড এমপ্লয়িজ সংঘের প্রভারী প্রবীর বিশ্বাস। মোট ৫ দফা দাবি নিয়ে এদিন আলোচনা করেন তিনি। পাশাপাশি তিনি আরো বলেন দপ্তর আধিকারিক এম এস কেলে গ্রাহকদের জন্য যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে কখনো দপ্তরের কর্মীদের সাথে আলোচনা করেন নি। কোন পরামর্শ নেন নি। এদিন এছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম-সচিব অনুপ আচার্যী, সুকান্ত শীল সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য