স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ নভেম্বর : কুমারঘাট থেকে কমলপুর হয়ে খোয়াই, ভায়া – আগরতলা ২০৮ নং জাতীয় সড়কের এরারপার সংলগ্ন ধলাই নদীর উপর নির্মিয়মান পাকা সেতুর সঠিকভাবে কাজ হচ্ছে না বলে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রাক্তন বিধায়ক অঞ্জন দাস নির্মান কাজ পরিদর্শনে যান। এবং অভিযোগের সত্যতা প্রত্যক্ষ করে একরাশ ক্ষোভ উপড়ে দেন।
এলাকাবাসীর অভিযোগ এরার পার ধলাই নদীর উপর ২০৮ নং জাতীয় সড়কের যোগাযোগের জন্য যে সেতু নির্মাণ হচ্ছে, সেই সেতুর আর.সি.সি পিলারের উপর যে ভীম তৈরি হচ্ছে তাতে প্রচুর ফাটল দেখা দিয়েছে। ফাটল অংশগুলি প্রাক্তন বিধায়ক যাওয়ার আগেই সিমেন্ট দিয়ে ফাটল ভরাট করা হয়েছে। এবং তাদের রং লাগিয়ে দেওয়া হয়। নদীর দুইপাশের পিলারের যে সংযোগস্থল সেই জায়গায় রয়েছে বিশাল ফাটল রয়েছে। পাশাপাশি পিলারের উপর নির্মীয়মান লিন্টনে প্রচুর স্থানে রয়েছে ফাটলের দৃশ্য। যা সিমেন্ট দিয়ে ভরার চেষ্টা করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ ব্রীজে ব্যবহৃত যে ধরনের রড ব্যবহার করা উচিত ছিল, সেই রড ব্যবহার হয় নি। এছাড়াও এলাকাবাসী অভিযোগ করেন নির্মীয়মান বিল্ডিং এ প্রতিদিন জল স্প্রে করা হয় না। যা সি সি দেওয়ালকে মজবুত করার জন্য কাজ করে।
ব্রিজে ব্যবহৃত নির্মীয়মান রড এবং মেটেরিয়ালস গুলি সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা তদন্ত করার জন্য দাবি করেন প্রাক্তন বিধায়ক অঞ্জন দাস। স্হানীয় জনগণ সহ প্রাক্তন বিধায়ক অঞ্জন দাস এই নির্মানকাজ পরিদর্শনের সময় নির্মান সংস্হার ইঞ্জিনিয়ারকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি সেখান থেকে চলে যান বলে অভিযোগ। অভিযোগটি তদন্তের দাবি জানান বিধায়ক।