Wednesday, April 30, 2025
বাড়িরাজ্যনতুন দিল্লিতে কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকার

নতুন দিল্লিতে কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকার

আগরতলা, ২২ নভেম্বর : রাজ্যে জনজাতিদের শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে একাধিক প্রস্তাব নিয়ে আলোচনা করার জন্য বুধবার কেন্দ্রীয় জনজাতি উন্নয়ন বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডার সাথে সাক্ষাত করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর বাসভবনে এই বৈঠকের সময় মুখ্যমন্ত্রী জনজাতি কল্যাণে কেন্দ্রীয় সরকারের ঐকান্তিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন।

 আলোচনা কালে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা কেন্দ্রীয় জনজাতি উন্নয়ন মন্ত্রীর কাছে রাজ্যের রিয়াং (ব্রু) জনজাতি অধ্যুষিত ব্লক এলাকায় ১৫টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল (ইএমআরএস) দ্রুত গড়ে তোলার জন্য আবেদন রাখেন। রাজ্যের বর্তমান সরকারের গুণগত শিক্ষা প্রসারের পরিকল্পনাকে বাস্তবায়িত করতে এসকল স্কুল স্থাপনের গুরুত্ব তুলে ধরেন তিনি। পাশাপাশি তিনি এই ১৫টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল নির্মাণের জন্য রাজ্য সরকারের তরফে ৭২০ কোটি টাকার মঞ্জুরী প্রস্তাব তুলে ধরেন। এছাড়াও মুখ্যমন্ত্রী ডাঃ সাহা ভুরাতলী আবাসিক বিদ্যালয়কে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে উন্নীত করার জন্য কেন্দ্রীয় মন্ত্রীর কাছে অনুরোধ জানান।

            এডিসি এলাকায় শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে চারটি সিন্থেটিক ফুটবল টার্ফ (অ্যাস্ট্রো টার্ফ) নির্মাণ করার জন্য কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডার কাছে ২২.৭৫ কোটি টাকার অনুমোদন চেয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। কেন্দ্রীয় মন্ত্রী জনজাতি কল্যাণে রাজ্য সরকারের উত্থাপিত দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে এগুলি পূরণে যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি প্রদান করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য