Sunday, January 26, 2025
বাড়িরাজ্যমহড়ার প্রহর গুনে বৈঠকে যুব মোর্চা

মহড়ার প্রহর গুনে বৈঠকে যুব মোর্চা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ নভেম্বর : ২৪ -এর লোকসভা নির্বাচনের মহড়া নির্ণয় করতে ইতিমধ্যে মাঠে নেমেছে শাসক দল। যুব শক্তিকে গত ছয় বছরে তেমন কোন সুবিধা দিতে না পারলেও তাদের কাঁধে ভর করে লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটি আসন পেতে চাইছে শাসক দল বিজেপি। গত ১৭ নভেম্বর রাজ্যের একটি বেসরকারি হোটেলে যুব মোর্চার কার্যকালীন বৈঠক এবং মন্ডল স্ব-শক্তিকরণ অভিযান সংগঠিত হয়।

 বুধবার ভারতীয় যুব মোর্চা সদর জেলা শহরাঞ্চল কার্যকারিণী বৈঠক ও মন্ডল স্ব-শক্তিকরণ অভিযানের আয়োজন করা হয়। হাঁপানিয়া মেলা প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যভিত্তিক কার্যকারিণী বৈঠক ও মন্ডল স্ব-শক্তিকরণ অভিযানের পর আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রাজ্যে জেলাস্তরে কর্মসূচি আয়োজন করার নির্দেশ দিয়েছে শীর্ষ নেতৃত্ব। সেই নির্দেশ পেয়ে বুধবার এই কর্মসূচি আয়োজন করা হয়। বৈঠকে এদিন আলোচনা করা হয় আগামী দিন কিভাবে জনসংযোগ বৃদ্ধি করে লড়াই ময়দানে থাকবে যুব মোর্চা।

তবে জেলা স্তরের এক সদস্য স্বীকার করেছেন বুথ স্তরে ঘাটতি রয়েছে। আগামী দিনে সেই ঘাটতি কিভাবে পূরণ করা হবে সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে এদিন। কিন্তু শাসক দলের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যুবশক্তিকে মাঠে ময়দানে নিয়ে আসার বিষয়। কারণ যে যুবশক্তির উপর শাসক দল এনার্জি পেয়েছিল তাদেরই ২০১৮ সালের পর ভুলে যায় প্রাক্তন মুখিয়ার নেতৃত্বাধীন সরকার। দিকে দিকে শুধু বাইক বাহিনী তৈরি করে যুবশক্তির ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। কিন্তু বর্তমানে সেই বাইক বাহিনী অস্তিত্ব না থাকলেও রয়েছে বুথ স্তরে যুবদের মধ্যে ব্যাপক ক্ষোভ। সেই ক্ষোভের আগুন নিভিয়ে যুবকদের পুনরায় মাঠে নামিয়ে রাজনীতি করা শাসক দলের কাছে এক প্রকার ভাবে বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক মহল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য