Saturday, December 9, 2023
বাড়িরাজ্যরাজভবন অভিযান সফল করার আহ্বানে বাইক মিছিল ও পথ সভা বামেদের

রাজভবন অভিযান সফল করার আহ্বানে বাইক মিছিল ও পথ সভা বামেদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ নভেম্বর : ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে আগামী ২৩-শে নভেম্বর রাজভবন অভিযান সফল করার আহ্বানে বাইক মিছিল ও পথ সভার আয়োজন করা হয় মঙ্গলবার। উপস্থিত ছিলেন সংগঠনের নেতা রতন ভৌমিক।

তিনি বলেন, গ্রামে গরিব অংশের মানুষের কাজ ও খাদ্য নেই। কেড়ে নেওয়া হচ্ছে গরিব অংশের মানুষের কাজ। সারা রাজ্যে চলছে হাহাকার। আর এই সরকারের আমলে সারা রাজ্যে দুর্নীতির পাহাড় সৃষ্টি হয়ে আছে। মানুষের আর্থিক সুবিধা পর্যন্ত সংকোচ হচ্ছে। তাই আগামী ২৩ নভেম্বর রাজভবন অভিযান করার ডাক দেওয়া হয়েছে। আগামী দিনে এই বিজেপি সরকারকে উৎখাত করতে হবে বলে জানান তিনি। এদিন বাইক মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য