Saturday, December 9, 2023
বাড়িরাজ্যকমলপুরে চারটি দোকানে দুঃসাহসিক চুরি

কমলপুরে চারটি দোকানে দুঃসাহসিক চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ নভেম্বর : মঙ্গলবার কমলপুর শহরের চারটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়। কমলপুর- নোয়াগাও চৌমুহনি এলাকার চারটি দোকানে চোরের দল হানা দেয়। তবে চুরির ধরণ দেখে প্রাথমিক ধারনা এটা নেশায় আসক্তদের কাজ।

কারণ প্রত্যেকটি দোকানে তাদের নজর ছিল ক্যাশ বাক্সের দিকে। নোয়াগাও চৌমুহনিতে যে দুটি দোকানে হানা দেয় সেখানে তারা ছয় থেকে সাত হাজার টাকা নিয়ে যায়। হোটেল ও ধাবাতে ঢুকে ক্যাশ বাক্স ভাঙার চেষ্টা করে। কিন্তু ভাঙতে পারেনি। এদিকে নিউ সন্তোষী মেডিকেয়ারর টিনের ছাউনি কেটে সিলিং ভেঙে শাড়ি ঝুলিয়ে ভেতরে প্রবেশ করে। তারপর কয়েকশো টাকা নিয়ে যায়। এক রাতে এতবড় সিরিজ চুরি আগে হয়নি। এদিকে সকালে ঘটনা জানাজানি হতেই আতঙ্ক দেখা দিয়েছে মানুষের মনে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য