স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ নভেম্বর : মঙ্গলবার রাজধানীর সিটি সেন্টার সংলগ্ন আগরতলা পুর নিগমের কার্যালয়ের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হয়। মূলত পুর নিগমের কর্পোরেটরদেরকে নিয়ে এইদিনের বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা।
নিগমের মেয়র দীপক মজুমদার জানান এইদিন নিগমের বিশেষ সভা আহ্বান করা হয়েছে। মূলত প্রতি ঘরে সুশাসন দ্বিতীয় পর্যায় ও ভারত বিকাশ সংকল্প যাত্রাকে সামনে রেখে এই বিশেষ সভার আহ্বান করা হয়েছে। প্রতি ঘরে সুশাসন দ্বিতীয় পর্যায় ও ভারত বিকাশ সংকল্প যাত্রাকে সফল করার লক্ষ্যে এই সভা করা হচ্ছে। এইদিন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে নিগমের প্রতিটি জোনাল থেকে প্রতি ঘরে সুশাসন দ্বিতীয় পর্যায় ও ভারত বিকাশ সংকল্প যাত্রা শুরু করা হবে।