স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ নভেম্বর : গোটা ভারত জুড়ে যতগুলি বড় উৎসব রয়েছে, তার মধ্যে অন্যতম ছট পুজো। গোটা দেশে ৪ দিন ধরে পালন করা হয় ছট পুজো। ছট পূজার প্রধান কেন্দ্রে আছেন সূর্য দেবতা ও ছট মাতা। বলা যায় সূর্য বন্দনার আর এক উৎসবের নাম ছট পুজো। পরিবারের সুখ-সমৃদ্ধি এবং তাদের সন্তানদের কল্যাণের জন্য প্রায় ৩দিন উপবাস করেন মহিলারা। এই পুজো সূর্য ষষ্ঠী নামেও পরিচিত।
এই মহাপর্বের সময় টানা ৩৬ ঘণ্টা উপবাস পালন করে থাকেন অধিকাংশ। রামায়ণ, মহাভারত -সহ বিভিন্ন গ্রন্থ ও পুরাণে ছট পুজো নিয়ে উল্লেখ রয়েছে। সাধারণত, বিহার, উত্তর প্রদেশ, ও ঝাড়খণ্ডের বিস্তৃত এলাকায় ধুমধাম করে ছটপুজো করা হয়ে থাকে। তবে এই পূজা, ত্রিপুরা রাজ্যেও প্রচলিত রয়েছে। রবিবার বিকেলে রাজধানীর রাণীর পুকুরপাড় এলাকায় ছট পূজা আয়োজন করা হয়। পুরুষ মহিলা সকলেই এই পূজায় অংশ নেয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা, পশ্চিম জেলার জেলা শাসক ডা. বিশাল কুমার সহ অন্যান্য আধিকারিক। সকলে নিজ পরিবারের মঙ্গল কামনা করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলাশাসক জানান, সমাজ ও পরিবারের মঙ্গল কামনা করার জন্য ছট পূজার আয়োজন করা হয়। ছট পূজা উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান তিনি।