স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ নভেম্বর : ৫১ পীঠের অন্যতম পীঠ স্থান মাতা ত্রিপুরেশ্বরীকে নিয়ে গানের এলবাম করবেন প্রখ্যাত সংগীত শিল্পী কুমার শানু, শনিবার মাতা ত্রিপুরেশ্বরীর দর্শন করে রাজ্যবাসীর উদ্দেশ্যে এই বার্তা দিলেন সংগীত শিল্পী কুমার শানু।
জিরানীয়ায় শ্যামাপূজো ও দশদিন ব্যাপী মেলা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে আগরতলাতে এসেছেন শুক্রবার। শনিবার মন্ত্রী সুশান্ত চৌধুরীকে সঙ্গে নিয়ে ৫১ পীঠের অন্যতম পীঠ স্থান মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দিতে যান। মায়ের মন্দিরে পূজা দিয়ে মায়ের আশীর্বাদ নিলেন। পরে মায়ের মন্দিরে শিববাড়িতে পূজো দিয়ে সাংবাদিকদের বলেন এর আগেও ত্রিপুরায় এসেছেন তিনি। কিন্তু মা ডাকিনি বলে মায়ের মন্দিরে আসা হয়নি। মায়ের মন্দিরে এসে এবার অত্যন্ত আপ্লুত তিনি। ত্রিপুরেশ্বরী মাকে নিয়ে একটি গানের অ্যালবাম বের করবে বলে জানান। এদিন কুমার শানুকে কাছে পেয়ে ত্রিপুরেশ্বরী মন্দির চত্বরে থাকা দর্শকদের মধ্যে খুশি পরিলক্ষিত হয়। এর পাশাপাশি ছিল কুমার শানুর সাথে সেলফি তোলার ভিড়।