স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ নভেম্বর : শনিবার রাজধানীর গুর্খাবস্তি স্থিত তপশিলি জাতি কল্যাণ দপ্তরের কার্যালয়ের কনফারেন্স হলে দ্বিতীয় পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পৌরহিত্য করেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন দপ্তরের প্রধান সচিব বিএস মিস্রা, দপ্তরের অধিকর্তা অসীম সাহা সহ অন্যান্য আধিকারিক। এইদিনের দপ্তরের বিভিন্ন প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস জানান, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের দ্বিতীয় রাজ্য ভিত্তিক পর্যালোচনা বৈঠক করা হয়েছে।
তপশিলি জাতি অংশের মানুষের কল্যাণে যে সকল প্রকল্প গুলি রয়েছে সেই গুলি কতটা বাস্তবায়িত হয়েছে, সেই বিষয়ে এইদিন আলোচনা হয়েছে। পাশাপাশি এসসি সম্প্রদায় ভুক্ত ছাত্র-ছাত্রীদের জন্য যে সকল স্কলারশিপের ব্যবস্থা রয়েছে, সেই সকল স্কলারশিপের বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি কি কি কাজ এখনো বাকি রয়েছে সেই বিষয়েও আলোচনা করা হয় এইদিনের বৈঠকে।